একই শরীরে দু’জন মানুষ। এ রকম আমরা আগেও দেখেছি। কিন্তু বাস্তবে তাঁরা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন—এমন বড় একটা দেখা যায় না। পঞ্জাবের অমৃতসরের সোহনা এবং মোহনা সে রকমই। হাজার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে পেলেন সরকারি চাকরি। তাঁদের জীবন থেকে অনেকেই প্রেরণা পেতে পারেন।
১৯ বছরের সোহনা এবং মোহনা গত ২০ ডিসেম্বর পঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনে চাকরিতে নিযুক্ত হয়েছেন। মাইনে ২০ হাজার টাকা। ছোটবেলায় থেকেই পড়াশোনায় ভাল দুই ভাই। স্কুলের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিলেন। তখন থেকেই তাঁরা সংস্থার নজরে ছিলেন। পড়া শেষ হতেই তাঁদের নিযুক্ত করল রাজ্য বিদ্যুৎ দফতর।