Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সাংবিধানিক বিষয়ে মামলার শুনানি ‘লাইভ’, সায় কেন্দ্রের

প্রধান বিচারপতির বেঞ্চে সাংবিধানিক বিষয় নিয়ে চলা মামলার ভিডিয়ো রেকর্ডিং ও সরাসরি সম্প্রচার করা যেতে পারে পরীক্ষামূলক ভাবে। শীর্ষ আদালতে আজ এ কথা জানিয়েছে কেন্দ্র।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৪:০২
Share: Save:

প্রধান বিচারপতির বেঞ্চে সাংবিধানিক বিষয় নিয়ে চলা মামলার ভিডিয়ো রেকর্ডিং ও সরাসরি সম্প্রচার করা যেতে পারে পরীক্ষামূলক ভাবে। শীর্ষ আদালতে আজ এ কথা জানিয়েছে কেন্দ্র।

এ মাসেরই ৯ তারিখ সুপ্রিম কোর্ট বলেছিল, আদালতে কী হচ্ছে, তা মানুষকে জানানোটা সময়ের দাবি। এর পরেই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আজ জানিয়েছেন, এক থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলক ভাবে বিষয়টি করে দেখা যেতে পারে। তবে কেন্দ্র সায় দিলেও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোর্ট।

প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ একটি জনস্বার্থ মামলা করে সওয়াল করেছিলেন, সাংবিধানিক প্রশ্ন ও জাতীয় স্বার্থের বিষয়গুলি নিয়ে দেশের মানুষের জানার অধিকার রয়েছে। কিন্তু আর্থ-সামাজিক কারণে তাঁদের অধিকাংশের পক্ষেই শীর্ষ আদালতে আসা সম্ভব হয় না।

তাঁর মতে, পশ্চিমি দেশগুলির নাগরিকদের মামলার সরাসরি সম্প্রচার দেখার সুযোগ রয়েছে। এমনকি, আন্তর্জাতিক আদালতের মামলার শুনানিও ইউটিউবে দেখা যায়। জয়সিংহের পাশাপাশি জোধপুর আইন কলেজের এক ছাত্রও শীর্ষ আদালতে মামলার শুনানি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার আর্জি জানিয়ে ছিলেন।

এই প্রেক্ষাপটেই এ মাসের শুরুতে শীর্ষ আদালত জানায়, ধর্ষণ ছাড়া আদালতে অন্য মামলার বিষয়ে নাগরিকরা খোলামেলা ভাবে জানতেই পারেন। সরাসরি সম্প্রচার হলে বিষয়গুলি ভাল ভাবে জানা যেতে পারে। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেওয়ার জন্য ইন্দিরা জয়সিংহ-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে বলেছে সুপ্রিম কোর্ট। মামলার পরের শুনানি ৩০ জুলাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE