সারাক্ষণ কানে শুনেও মুখে মরাঠি বুলি না ফুটলে সেই কানের ঠিক নীচে একখানা থাপ্পড় খেতে হবে— মহারাষ্ট্রে মরাঠি বনাম হিন্দি ভাষার বিবাদের মধ্যে এই মর্মে ফের হুমকি দিলেন রাজ ঠাকরে।
মহারাষ্ট্র নব নির্মাণ সেনার শীর্ষ নেতা এ কথা বলেছেন মুম্বইয়ের মীরা-ভায়ন্দরের একটি জনসভায়, যেখানে কিছু দিন আগেই মরাঠি বলতে না পারার জন্য এক দোকানদারকে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল তাঁর দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ব্যাপারে জনসভায় রাজের বক্তব্য, “লোকজন ফালতু শোরগোল করছে।” হেনস্থার ঘটনার প্রতিবাদে বন্ধ ডাকা স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “আমরা যদি কেনাই বন্ধ করে দিই, তখন কী করবেন?”
হিন্দিভাষী দোকানদারকে হেনস্থার জের ধরে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হুমকি দিয়েছিলেন, “তামিলনাড়ু, বিহার বা উত্তরপ্রদেশে আসুন, পিটিয়ে পিটিয়ে মারব।” এর জবাবে শুক্রবারের ওই জনসভায় রাজ মহারাষ্ট্রের সমুদ্রে ‘চুবিয়ে চুবিয়ে’ মারার হুমকি দিয়েছেন নিশিকান্তের উদ্দেশে। আর সেই কথাটা বলেছেন হিন্দিতেই। আজ নিশিকান্তের কটাক্ষ, “আমি রাজ ঠাকরেকে হিন্দিটা শিখিয়ে ফেললাম তবে?” তিনি বলেন, “ওরা ১৯৫৬-এ গুজরাতিদের নিয়ে ঝামেলা করেছিল। তারপর দক্ষিণ ভারতীয়দের সঙ্গে। এখন হিন্দিভাষীদের নিয়ে শুরু করেছে। ওদের ইতিহাসটাই এমন, যে সবাই খাপ্পা হয়ে আছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)