Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
National News

সহায় ফ্রি ওয়াইফাই, পরীক্ষায় পাশ মালবাহক

শ্রীনাথের এই লড়াইয়ে সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করেছে স্টেশনের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। বছর দু’য়েক আগে এর্নাকুলাম স্টেশনে চালু হয় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। সেটাকেই কাজে লাগাচ্ছেন শ্রীনাথ।

সংবাদ সংস্থা
এর্নাকুলাম শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ১২:৩২
Share: Save:

মাথায় বিপুল মালপত্রের বোঝা। কানে গোঁজা হেডফোন। তবে গান নয়, হেডফোনে লাগাতার বেজে চলেছে পাঠ্য বিষয়গুলি। কখনও কখনও শিক্ষকদের বলা কথাও। রাতে কাজ সেরে ঘরে ফিরে সারা দিনের জানা, শোনা, ‘পড়া’ বিষয়গুলো ফের ঝালিয়ে নেওয়া। এ ভাবেই পড়াশোনা করে কেরল পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করলেন পেশায় মালবাহক শ্রীনাথ কে। এখন অপেক্ষা ইন্টারভিউয়ের।

শ্রীনাথের এই লড়াইয়ে সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করেছে স্টেশনের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। বছর দু’য়েক আগে এর্নাকুলাম স্টেশনে চালু হয় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। সেটাকেই কাজে লাগাচ্ছেন শ্রীনাথ।

গত পাঁচ বছর ধরে মাল বইছেন আদতে মুন্নারের বাসিন্দা শ্রীনাথ। সংসারের চাপে পড়াশোনা ছেড়ে মালবাহকের কাজ নিতে বাধ্য হয়েছিলেন। এর আগেও দু’বার পরীক্ষায় বসেছেন। শ্রীনাথের কথায়, ‘‘স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা থাকায় পাঠ্যবিষয়গুলি সহজেই পাওয়া যায়। কানে হেডফোন লাগিয়ে তা শুনতে শুনতে কাজ করার সময়ে লেখাপড়া করি আমি।’’ নেট ব্যবহার করে অন্যান্য পরীক্ষার ফর্ম ডাউনলোড করা-সহ সব কিছুই স্টেশনের ওয়াইফাই ব্যবহার করে কাজে লাগিয়েছেন শ্রীনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE