পাকিস্তান সফর থেকে ফিরে জ্যোতি মলহোত্রা নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন নানা কথা, সফরের অভিজ্ঞতা। তাঁর সেই ডায়েরি এখন হরিয়ানা পুলিশের হাতে। তার প্রতিটি পাতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চরবৃত্তির অভিযোগে গত ১৬ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয়েছে এই ইউটিউবারকে। গত দু’সপ্তাহে এই একই অভিযোগে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে জ্যোতি-সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের একটি সূত্র বলছে, নিজের সব সফরের খুঁটিনাটি তথ্য ডায়েরিতে লিখে রাখতেন জ্যোতি। কখনও ইংরেজি, কখনও হিন্দিতে লিখতেন নানা কথা। তদন্তকারীদের একটি অংশ মনে করছে, এই ডায়েরি তাঁর বিরুদ্ধে পাকিস্তানি চরেদের সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে তথ্য দিতে পারে। সূত্রের খবর, ডায়েরিতে ১০ থেকে ১১ পাতা জুড়ে পাকিস্তান সফর নিয়ে লিখেছিলেন জ্যোতি। তার মধ্যে ইংরেজিতে লেখা আট পাতার নোট রয়েছে। ওই নোটে পাকিস্তানে বেড়ানো নিয়ে নানা তথ্য রয়েছে। হিন্দিতে তিন পাতা নোট লিখেছিলেন।
তদন্তকারীদের একটি অংশ মনে করছে, ডায়েরির হিন্দিতে লেখা অংশ পাকিস্তান থেকে ফিরে লিখেছিলেন জ্যোতি। সেখানে দুই দেশের সম্পর্কের বিষয়ে নিজের ‘ইচ্ছা’গুলি প্রকাশ করেছিলেন তিনি। ইউটিউবার হিন্দিতে লেখেন, ‘‘পাকিস্তানে ১০ দিনের সফর শেষ করে আমি আজ আমার দেশ ভারতে পৌঁছেছি।’’ তার পরেই তিনি লেখেন, ‘‘এই সীমান্ত-দূরত্ব কত দিন থাকবে, জানি না, কিন্তু দুই দেশের মানুষের মন থেকে এই মান-অভিমান মুছে যাক। আমরা সকলে একই ভূমি, একই মাটির।’’ পুলিশের একটি সূত্র বলছে, পাকিস্তানে জ্যোতি যে আতিথেয়তা পেয়েছিলেন, তার প্রশংসা করে অনেক কিছু লিখেছেন ডায়েরিতে। দেশভাগের সময় পাকিস্তান থেকে বহু হিন্দু এ দেশে চলে এসেছিলেন। তাঁরা যাতে পাকিস্তানে নিজের পূর্বপুরুষের ভিটেতে বেড়াতে যেতে পারেন, সেই নিয়ে আশা প্রকাশ করেন জ্যোতি। পাকিস্তানের মন্দির, গুরুদ্বারে যাতে এ দেশের মানুষজন সহজে পৌঁছোতে পারেন, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন ইউটিউবার।
গত মার্চে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন জ্যোতি। সেই নিয়ে ভ্লগ তৈরি করেছিলেন। তার পরে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। তদন্তকারীদের নজরে এখন জ্যোতির সেই কাশ্মীর সফর। গত বছর পাকিস্তান সফর সেরে এসে চিনেও গিয়েছিলেন জ্যোতি। সে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।