দেশ জুড়ে লাগামছাড়া সংক্রমণ! বুধবার এক দিনে করোনা আক্রান্ত হলেন ১৮,৮১৯ জন। কোভিডে মৃত্যু হল ৩৯ জনের। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৩৪,৫২,১৬৪-এ। বুধবার দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৯,৬০৩।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,২৫,১৬। যদিও দেশে করোনা থেকে সুস্থতার হার প্রায় একই আছে— ৯৮.৫৮ শতাংশ।
যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি, তাদের মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে সাত জনের।