Advertisement
E-Paper

অ্যাক্টিভ রোগী কমেছে বাংলায়

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ১ নভেম্বর পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৩৬,৮৮৬। চলতি মাসের গোড়ায় তা কমে হয়েছে ২৪,২৯৮।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৬:০০
ছবি পিটিআই।

ছবি পিটিআই।

গত এক মাসে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা সব চেয়ে বেশি কমেছে যে পাঁচটি রাজ্যে, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। করোনা পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে লেখচিত্র-সহ আজ এই কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ১ নভেম্বর পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৩৬,৮৮৬। চলতি মাসের গোড়ায় তা কমে হয়েছে ২৪,২৯৮। আরও যে চারটি রাজ্যে সব চেয়ে বেশি অ্যাক্টিভ রোগী কমেছে, সেগুলি হল, মহারাষ্ট্র, কর্নাটক,

কেরল এবং অন্ধ্রপ্রদেশ। অ্যাক্টিভ রোগী সব চেয়ে বেশি বেড়েছে হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও পঞ্জাবে। তবে কেন্দ্র জানিয়েছে, সারা দেশে মোট সংক্রমিতের সংখ্যার মাত্র ৪.৬০ শতাংশই এখন অ্যাক্টিভ রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩১,১১৮। সুস্থের সংখ্যা (৪১,৯৮৫) অনেকটাই বেশি। সুস্থের ৭৬.৮২ শতাংশ দশটি রাজ্যের বাসিন্দা।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৯৩০ জন সংক্রমিত হয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে। দিল্লির কর্তৃপক্ষ জানাচ্ছেন, আজ সংক্রমণ ধরা পড়েছে ৪০০৬ জনের। মৃত্যু ৮৬টি। গত কাল মৃত্যু হয়েছিল ১০৮ জন কোভিড রোগীর। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বক্তব্য, নভেম্বর থেকে সেখানে সংক্রমণের হার প্রায় ৫৫ শতাংশ কমেছে। আগামী দু’সপ্তাহে তা আরও কমবে বলে তিনি আশাবাদী। জৈন জানান, প্যাথলজিক্যাল

ল্যাবগুলি পূর্ণ ক্ষমতায় নমুনা পরীক্ষার কাজ করছে বলে কিছু ক্ষেত্রে রিপোর্ট আসতে দেরি হচ্ছে। কেন্দ্র এবং আইসিএমআর-কে দিল্লি সরকারের তরফে অনুরোধ করা হবে, যাতে ল্যাবগুলিতে পরীক্ষার চাপ অন্তত দশ শতাংশ কমানো যায়। তাতে কাজেও গতি আসবে।

Coronavirus West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy