ছবি: সংগৃহীত।
বিহারে ভোটপ্রচারের মাঝে করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। বুধবার রাতে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।
বিজেপি-র জাতীয় মুখপাত্র শাহনওয়াজ টুইটারে লিখেছেন, ‘কয়েক জন এমন মানুষের সংস্পর্শে এসেছি, যাঁদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আজ কোভিড টেস্ট করার পর দেখা গিয়েছে আমার রিপোর্টও পজিটিভ।’
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা মানুষজনকে টেস্ট করানোর অনুরোধও করেছেন শাহনওয়াজ। ওই টুইটেই তিনি লিখেছেন, ‘গত কয়েক দিন আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরকে অনুরোধ করব যাতে তাঁরা সরকারি নির্দেশিকা মেনে নিজেদের টেস্ট করিয়ে নিন।’
I had come in contact with few people who tested positive for Covid 19.
— Syed Shahnawaz Hussain (@ShahnawazBJP) October 21, 2020
I got myself tested today & my report has come positive.
Request all who came in contact with me in last few days, kindly get yourself tested according to Govt guidelines.
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর, অন্তত ১৫০ আসনে প্রার্থী: জোটের সলতে পাকাচ্ছে কং
আরও পড়ুন: তেমন কাজের নয় প্লাজমাথেরাপি, মত আইসিএমআর ডিরেক্টর জেনারেলের
২৮ অক্টোবর থেকে তিন দফায় বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ওই রাজ্য জুড়ে এনডিএ প্রার্থীদের হয়ে প্রচার করছেন বিজেপি-র তারকা প্রচারক শাহনওয়াজ। দিন কয়েক আগেই ওই রাজ্যর একাধিক প্রচারসভায় দেখা গিয়েছে তাঁকে। ফরবেশগঞ্জ, নরপতগঞ্জ, পূর্ণিয়া সদর এবং কাটিহার কেন্দ্রের এনডিএ প্রার্থীদের হয়ে ইতিমধ্যেই সভা করেছেন বিজেপি-র জাতীয় মুখপাত্র শাহনওয়াজ। ওই সব সভায় শাহনওয়াজের সঙ্গে দেখা গিয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকেও। ওই সব সভার দু’দিন পরেই কোভিডে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন শাহনওয়াজ। ফলে সুশীলের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বিজেপি শিবিরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy