জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে দেশ। তবে নিয়ন্ত্রণে থাকলেও তার মধ্যেই দেশে নয়া সংক্রমণ অব্যাহত। রবিবার ফের ১৫ হাজার মানুষ নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন গোটা দেশে। সামান্য হলেও শনিবারের তুলনায় বেড়েছে মৃত্যুও। তবে অন্যান্য দেশের তুলনায় সুস্থতায় এনেকটাই এগিয়ে ভারত।
রবিরার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ১৪৪ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৯৮৫ হল। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৮২৬।