Advertisement
১৭ মে ২০২৪
Coronavirus in India

ছ’মাস পরে নয়া সংক্রমণ তেরো হাজারের নীচে

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমিত ১২,৫৮৪ জন। গত ১৮ জুন দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১২ হাজারের ঘরে ছিল।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৪:১৭
Share: Save:

দেশে প্রতিদিনই কমছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। অ্যাক্টিভ রোগীর পঞ্চাশ শতাংশের বেশি হোম আইসোলেশনে সুস্থ হয়ে উঠছেন বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কেন্দ্র মনে করছে, দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমিত ১২,৫৮৪ জন। গত ১৮ জুন দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১২ হাজারের ঘরে ছিল। এক সময় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন কোভিড-আক্রান্ত প্রাণ হারিয়েছেন। পরপর দু’দিন মৃতের সংখ্যা ১৭০-এর নীচে রইল। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বর্তমানে সংক্রমণের হার ৫.৭ শতাংশ। গত সপ্তাহের চেয়ে সংক্রমণ ২ শতাংশ কমেছে। তিনি বলেন, ‘‘অ্যাক্টিভ রোগীর ৫৬.০৪% হোম আইসোলেশনে রয়েছেন এবং ৪৩.৯৬% রয়েছেন বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে। বেশির ভাগই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন, এটা ভাল লক্ষণ।’’ তিনি জানিয়েছেন, মোট অ্যাক্টিভ রোগীর ৫৪ শতাংশ রয়েছে দু’টি রাজ্যে— কেরল ও মহারাষ্ট্রে।

দিল্লিতে সর্দার পটেল কোভিড কেয়ারে বিদেশিদের চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। এক অফিসার বলেন, ‘‘দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যাটা গত সপ্তাহ থেকে কমে এসেছে। তাই এখানে বিদেশিদের চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE