Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Coronavirus

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

মাত্র দু’সপ্তাহে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ১ হাজার থেকে ৯ হাজারের গণ্ডি ছাড়াল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১০:২১
Share: Save:

করোনা-সংক্রমণে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটল দেশে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জন করোনা-আক্রান্ত মারা গিয়েছেন। মৃতের সংখ্যার পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে সংক্রমিতের সংখ্যাও। এই মুহূর্তে দেশে মোট ১০ হাজার ৩৬৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

দেশের করোনা-পরিস্থিতির এই আবহেও অবশ্য স্বস্তি জোগাচ্ছে একটি পরিসংখ্যান। গত এক সপ্তাহে প্রতি দিনের আক্রান্তের সংখ্যায় দেখলে বোঝা যাবে, শতাংশের হিসেবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘোরাফেরা করছে গড়ে ১২ শতাংশের আশপাশে। এর মধ্যে একমাত্র ১০ এপ্রিল, শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১৫ শতাংশ। ওই দিন এক দিনেই আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৮৯৬। গোটা পরিসংখ্যানের রেখচিত্র (গ্রাফ)-এ নজর রাখলে বোঝা যাবে, গড় আক্রান্তের সংখ্যায় এক লাফে অনেকটা বৃদ্ধি ঘটছে না। ফলে দেশের করোনা-পরিস্থিতিতে সামান্য হলেও, তা স্বস্তিদায়ক।

তবে মাত্র দু’সপ্তাহেই দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার থেকে ১০ হাজারের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩৩৯ জনের। এর মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন আরও ৩৫ জন।

দেশে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সবচেয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে। এর মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজারের সামান্য কম। এ বার সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০। অবশ্য নবান্ন জানিয়েছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি, এই প্রথম নাগাল্যান্ডে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ১ হাজার ৯৮৫ জনের সংক্রমণ ধরা পড়েছে ওই রাজ্যে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংক্রমিত ১ হাজার ১৫৪ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে ১ হাজার ৪৩ জনের। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় বিরুদ্ধে লড়াইয়ে জয়ও পেয়েছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

(গ্রাফিক আপডেট হচ্ছে)

আরও পড়ুন: ফের সংক্রমিত দুই চিকিৎসক, রাজ্যে করোনায় মৃত আরও ২

আক্রান্তের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর পরেই রয়েছে রাজস্থান। সেখানে ৮১২ জনের করোনা ধরা পড়েছে। মরুরাজ্যের পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫৬২), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশ (৪৩২)-এর ছবিও উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন: ১৪ এপ্রিলের পর চলতে পারে কিছু ঘরোয়া উড়ান

কেরল (৩৭৬)-এর পরিস্থিতি প্রাথমিক ভাবে কিছুটা উদ্বেগ তৈরি করলেও, এখন সেখানে সংক্রমণে অনেকটাই লাগাম টানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও মিজোরামেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে অন্যান্য রাজ্যের তুলনায় সেখানকার ছবিটা অনেক ভাল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE