Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus in India

করোনার বিরুদ্ধে লড়াইয়ে খুদের ‘বড়’ যোগদান, অনুপ্রেরণা যোগাচ্ছে নেটাগরিকদের

মানস জানিয়েছেন, শিশুটির নাম রমেল লালমুয়ানসঙ্গা। সে মিজোরামের কোলাসিব ভেঙ্গলাইয়ের বাসিন্দা। করোনার বিরুদ্ধে লড়ার জন্য গ্রাম স্তরের টাস্ক ফোর্সের হাতে তার সঞ্চিত ৩৩৩ টাকা তুলে দিয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুদান। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুদান। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
আইজল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৬:০২
Share: Save:

এই লড়াই সবাই মিলে লড়তে হবে, বার বার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও দেশের সব মুখ্যমন্ত্রী-সহ সংশ্লিষ্ট অনেকেই। বিভিন্ন স্তরের মানুষ যে যেমন ভাবে পারছেন সেই লড়াইয়ে যোগদান করছেনও। কেউ আর্থিক ভাবে তো কেউ মানুষকে আশ্রয়, খাদ্য দিয়ে সাহায্য করছেন। তেমনই এক শিশু এই লড়াইয়ে সৈনিকদের হাতে তার সব সঞ্চয় তুলে দিল।

মানস নামে এক টুইটার ইউজার বুধবার একটি পোস্ট করেছেন। সেখানে তিনি এক সাত বছরের শিশুর ছবি তুলে ধরেছেন। যার হাতে ধরা একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেট। তাতেই রয়েছে তার এতদিনের সঞ্চয়।

মানস জানিয়েছেন, শিশুটির নাম রমেল লালমুয়ানসঙ্গা। সে মিজোরামের কোলাসিব ভেঙ্গলাইয়ের বাসিন্দা। করোনার বিরুদ্ধে লড়ার জন্য গ্রাম স্তরের টাস্ক ফোর্সের হাতে তার সঞ্চিত ৩৩৩ টাকা তুলে দিয়েছে।

আরও পড়ুন: করোনা সারিয়ে ঘরে ফিরতেই উষ্ণ অভ্যর্থনা, ভিডিয়ো শেয়ার বিজেপি বিধায়কের

আরও পড়ুন: দেড় ঘণ্টা ব্যস্ত থাকবেন, সন্তানদের সামলানোর অভিনব উপায় এক মায়ের

মানসের টুইটার হ্যান্ডলে ফলোয়ারের সংখ্যা দু’ হাজারের কিছু বেশি। কিন্তু এই পোস্টটি এতটাই ভাইরাল হয়েছে যে ইতিমধ্যেই সেটি প্রায় সাত হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর শেয়ার ও কমেন্ট পড়ছে পোস্টটিতে। কমেন্টে সবাই খুদের এই কাজের প্রচুর প্রশংসা করেছেন। এমন কাজ মানুষকে আরও বেশি করে এই লড়াইয়ে সামিল হতে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করছেন।

দেখুন সেই পোস্ট:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Child Donation Task Force Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE