দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫২৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ৭৬৮। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫৭৪ জন। সারা দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৯ জন। চিকিৎসকদের মতে, দেশ জুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। মৃতের সংখ্যা এখন ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল ৩৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৫।
সারা দেশের নিরিখে মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে ৯১১ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৮৪ জন বেড়ে এখন হয়েছে ৪৪৩। জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।