এক দিনে সর্বোচ্চ করোনা-আক্রান্তের নিরিখে ফের নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৭৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাতে এক লাফে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৩ হাজার ৪৫২-তে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের জেরে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনা-আক্রান্তের মোট মৃত্যু-সংখ্যা গিয়ে ঠেকল ৭২৩-এ।
করোনায় মৃতদের মধ্যে ৪ মাসের এক শিশুও রয়েছে। গত ২২ এপ্রিল শিশুটির দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছিল তার। সেখানেই মৃত্যু হয়েছে শিশুটির। জানুয়ারির শেষ দিকে এই কেরলের হাত ধরেই ভারতে করোনাভাইরাস প্রবেশ করেছিল। তবে রাজ্য সরকারের সক্রিয়তায় প্রকোপ অনেকটাই ঠেকানো গিয়েছিল। এই নিয়ে করোনার প্রকোপে সেখানে তৃতীয় জনের মৃত্যু হল।
রাজস্থানেও নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জয়পুর থেকেই ১৩টি ঘটনা সামনে এসেছে। কোটায় ১৮ জন, ঝালাওয়ারে ৪ জন এবং ভরতপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজস্থানে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।