বাড়ি ফেরার দাবিতে ফের শ্রমিকদের বিক্ষোভ গুজরাতের সুরতে। সোমবার কার্যত ধুন্ধুমার বেধে যায় সুরতের কাদোদরা এলাকায়। পুলিশের সঙ্গে এক দল পরিযায়ী শ্রমিকের সংঘর্ষ শুরু হয়ে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন কাদোদরা এলাকায় শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিজের রাজ্যে ফেরার দাবি তোলেন তাঁরা। ক্রমশই বাড়তে থাকে ভিড়। শ্রমিকদের জমায়েত করতে নিষেধ করে পুলিশ। আর তাতে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সুরতের এক পুলিশ আধিকারিক। সুরতের পালানপুর পাটিয়া নামে অন্য একটি এলাকায় বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকদের আর একটি দল।