মহারাষ্ট্রের পুণেতে যে গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আবার উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে। সেখানকার আটটি রাজ্যের পাঁচটি ইতিমধ্যেই করোনামুক্ত, বাকি তিনটি রাজ্যও খুব দ্রুত ওই তকমা পাবে বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। তবে গত কালের চেয়ে সোমবার সংক্রমণের বিস্তার কম ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এ দিন বিকেলে স্বাস্থ্য মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১,৩৯৬ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক দিন আগেও নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় দু’হাজার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী লকডাউন প্রত্যাহার প্রশ্নে আলোচনার পাশাপাশি হটস্পট এলাকাগুলিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেন। লাল জ়োনকে কমলা ও কমলা জ়োনকে সবুজ জ়োন করার জন্য রাজ্যগুলিকে বাড়তি তৎপরতা নিতে অনুরোধ করেন তিনি। কেন্দ্রের হিসেবে এই মুহূর্তে দেশে প্রায় ৩০০ জেলায় শুরু থেকেই কোনও সংক্রমণের খবর নেই। সবুজ জ়োনে থাকা সংক্রমণহীন এই জেলাগুলিতে ৩ মে-র পরে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া দেশের ১৯৭টি জেলাকে ‘হটস্পট নয়’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক। কারণ ওই জেলাগুলিতে সংক্রমণের হার জাতীয় গড়ের অনেক কম।
রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, বিশেষ করে সে রাজ্যের পুণের পরিস্থিতিতে বিশেষ ভাবে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। সম্প্রতি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি আন্তর্মন্ত্রক কেন্দ্রীয় দল পাঠানো হয়। সেই দলের রিপোর্টের ভিত্তিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, “পুণেতে প্রতি ৭ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। জাতীয় গড় সেখানে ১০ দিন। এ ছাড়া দেশে যেখানে গড়ে ২৩ জনের মধ্যে এক জন করোনা সংক্রমিত চিহ্নিত হচ্ছেন, পুণেতে সেখানে হচ্ছেন ন’জনে এক জন। এটা উদ্বেগের বিষয়।” ওই এলাকায় সংক্রমণের শিকড় যে গভীরে ছড়িয়েছে, তা এ দিন স্বীকার করে নিল কেন্দ্র।
তবে উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতিতে খুশি কেন্দ্র। সেখানে আটটি রাজ্যের মধ্যে পাঁচটিতে এই মুহূর্তে কোনও করোনা রোগী নেই বলে জানিয়েছেন উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রী জীতেন্দ্র সিংহ। এগুলি হল সিকিম, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, মণিপুর ও ত্রিপুরা। এ ছাড়া অসম, মেঘালয় ও মিজোরামে রোগীর সংখ্যা নগণ্য। সিকিমে এক জনও করোনা রোগী না-থাকায় আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে গোয়াকেও এ দিন করোনা-মুক্ত বলে ঘোষণা করেছে কেন্দ্র।
আরও পড়ুন: অধিকাংশ জায়গায় ৩ মে-র পরেও লকডাউন চলবে, জানালেন মোদী