Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus in India

COVID in India: সওয়া লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণও নামল ১০ হাজারে

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। এ মধ্যে ২০৪ জনই কেরলের।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১০:২৮
Share: Save:

১১ হাজারের ঘরে দু’দিন থাকার পর শনিবার দেশের দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ৯২৫।

আক্রান্তের পাশাপাশি দেশে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। এ মধ্যে ২০৪ জনই কেরলের। মহারাষ্ট্রে ১৫, তামিলনাড়ুতে ১৩ এবং পশ্চিমবঙ্গে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে তা পাঁচের কম।

গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৭৫২। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮।

দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকের বেশি হচ্ছে শুধুমাত্র কেরল থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ৫ হাজার ৭৫৪ জন। মহারাষ্ট্রে তা ৯০৪, পশ্চিমবঙ্গে ৮৭৭ এবং তামিলনাড়ুতে ৭৭২। বাকি সব রাজ্যেই ৫০০-র নীচে রয়েছে আক্রান্তের সংখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE