Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

ডেল্টা-উদ্বেগের মধ্যেই ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, কমছে না দৈনিক মৃত্যুও

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ০৯:৫৫
Share: Save:

দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও, বুধ এবং বৃহস্পতিবার দু’দিনই তা ফের ৫০ হাজার ছাড়াল। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তা হাজার চারেক বেড়েওছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু ১৩০০-র ঘরেই রয়েছে বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জন। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে।

দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৬ হাজারেরও বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE