Advertisement
২৫ এপ্রিল ২০২৪
coronavirus

দৈনিক সংক্রমণ কমল মহারাষ্ট্র-কেরলে, দেশে দৈনিক মৃত্যু নামল ১০০-র নীচে

দিন চারেক সাড়ে ১৬ হাজারের বেশি থাকার পর সোমবার দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল সাড়ে ১৫ হাজারে। মঙ্গলবার তা আরও একটু কমে ১৩ হাজারের ঘরে।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১১:১৯
Share: Save:

দিন চারেক সাড়ে ১৬ হাজারের বেশি থাকার পর সোমবার দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল সাড়ে ১৫ হাজারে। মঙ্গলবার তা আরও একটু কমে ১৩ হাজারের ঘরে। গত ৫ দিন মহারাষ্ট্রে ৮ হাজারের বেশি আক্রান্ত হচ্ছিলেন রোজ। মঙ্গলবার তা সাড়ে ৬ হাজারের কম। পাশাপাশি কেরলেও দৈনিক সংক্রমণ নেমেছে ২ হাজারের নীচে। পাশাপাশি দ্বিতীয় দফার টিকাকরণের প্রথম দিনে মহারাষ্ট্রে টিকা নিয়েছেন ২৭ হাজার ১১৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে এখনও অবধি মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৮৬ জন। এর মধ্যে ৬ হাজার ৩৯৭ জন মহারাষ্ট্রের। যদিও গত ৫ দিনের তুলনায় মহারাষ্ট্রে কমেছে দৈনিক সংক্রমণ। কেরলে তা অনেকটা কমে ১ হাজার ৯৩৮। বাকি রাজ্যগুলিতে কম থাকলেও কর্নাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে দৈনিক সংক্রমণ গত কয়েক দিনে অনেকটাই বেড়েছে। পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় তা ৬৩৩।

সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও মঙ্গলবার কমেছে। কমে তা ৬ দিন পর ১০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮ জন। দেশে মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

দেশে সোমবার থেকে শুরু হয়েছে করোনার দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ ৫৪ হাজার ১৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৮৭০ জনের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ২৭ হাজার ১১৫ জন। এর মধ্যে ৩ হাজার ৭৭৭ জন প্রবীণ নাগরিক এবং ৯৪৬ জন কো-মর্বিডিটি যুক্ত ৪৫-র বছরের বেশি বয়সী। রাজধানী দিল্লি গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ১৫ হাজার ৫২১ জনকে। প্রধানমন্ত্রী সোমবার টিকা নিয়েছেন দিল্লির এমসে। এর পর কেন্দ্রীয় এবং‌ বিভিন্ন রাজ্যের মন্ত্রীদেরও টিকা নিতে দেখা যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 coronavirus Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE