সেপ্টেম্বর থেকেই দৈনিক মৃত্যু হচ্ছিল এক হাজারের বেশি। এ ভাবে বাড়তে বাড়তে করোনাভাইরাসের জেরে দেশে মোট মৃত্যু এক লক্ষ ছাড়াল। মোট মৃত্যুর তালিকায় বিশ্বের তৃতীয় স্থানেই রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা আমেরিকাতে মৃত্যু হয়েছে দু’লক্ষেরও বেশি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লক্ষ ৪৪ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা।
মোট মৃত্যু এক লক্ষ পেরলেও আমেরিকা ও ইউরোপের দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুহার অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে এক হাজার ৬৯ জনের। এ নিয়ে দেশে মোট ১ লক্ষ ৮৪২ জনের প্রাণহানি ঘটিয়েছে করোনা। দেশের মোট মৃত্যুর এক তৃতীয়াংশেরও বেশি মহারাষ্ট্রে। সেখানে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৩৭ হাজার ৪৮০ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ন’হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকেও মৃতের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৯০০ জনের। উত্তরপ্রদেশ মৃত্যু ছ’হাজার ছুঁইছুঁই। দিল্লিতে (৫,৪৩৮) মৃত্যু বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ (৫,০৭০), গুজরাত (৩,৪৭৫), পঞ্জাব (৩,৫০১) ও মধ্যপ্রদেশ (২,৩৭২) মৃত্যু-তালিকার উপরের দিকে রয়েছে। রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়ে বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, অসম, কেরল, উত্তরাখণ্ড, পুদুচেরি, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি।