Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রেজিস্টার নিয়ে রঞ্জিতের হলফনামা চায় আদালত

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। তাই তাঁকে অভিযোগের জবাব হলফনামা দিয়েই দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টরের সঙ্গে টুজি ও কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্তদের দেখা করার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৭
Share: Save:

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। তাই তাঁকে অভিযোগের জবাব হলফনামা দিয়েই দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টরের সঙ্গে টুজি ও কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্তদের দেখা করার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ।

রঞ্জিত সিন্হা টুজি ও কয়লা কেলেঙ্কারি মামলার অভিযুক্ত-সহ বেশ কিছু বিতর্কিত ব্যক্তির সঙ্গে দেখা করেছেন বলে সম্প্রতি অভিযোগ করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। ভূষণ সুপ্রিম কোর্টে জানান, সিবিআই ডিরেক্টরের বাড়ির ‘ভিজিটর্স বুক’ বা রেজিস্টারের প্রতিলিপি রয়েছে তাঁর কাছে। তাতে রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর কর্তা-সহ বিভিন্ন মামলার অভিযুক্ত ও অন্য বিতর্কিত ব্যক্তিরা রয়েছেন। সুপ্রিম কোর্টের নজরদারিতে টুজি ও কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। ভূষণ দাবি করেন, রঞ্জিত অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। রঞ্জিতকে সরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি।

আজ সুপ্রিম কোর্টে সিবিআই ডিরেক্টরের বাড়ির রেজিস্টারের প্রকৃত নথিও জমা দেন ভূষণ। আগে ওই নথির প্রতিলিপি পেশ করেছিলেন তিনি। ভূষণ জানান, গত কাল রাতে এক ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি’ তাঁর বাড়িতে এসে প্রকৃত নথিটি দিয়ে গিয়েছেন। তিনি বলেন, “আমার আশঙ্কা ওই নথি নষ্ট করে ফেলা হতে পারে। তাই নথিটি আদালতে রেকর্ড করার আবেদন জানাচ্ছি।” ভূষণের আর্জি মেনে নিয়েছে বেঞ্চ।

সওয়ালের সময়ে রঞ্জিতের কৌঁসুলি বিকাশ সিংহ জানান, তাঁরা ভূষণের অভিযোগের জবাব হলফনামায় দিতে চান না। তিনি সওয়ালের সময়েই জবাব দেবেন। তা ছাড়া ভূষণ কোন সূত্র থেকে ওই নথি পেয়ে অভিযোগ করছেন তা না জেনে বেঞ্চের এই বিষয়টি শোনাই উচিত নয় বলেও মন্তব্য করেন বিকাশ।

তাঁর যুক্তি উড়িয়ে দিয়ে বেঞ্চ সাফ জানায়, হলফনামা দিতেই হবে। রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাঁকে জবাব দিতে হবে। এর পরে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে রাজি হন রঞ্জিতের কৌঁসুলি। ১৫ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে।

আপাতত টুজি তদন্তে রঞ্জিতের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের উপরে নিষেধাজ্ঞা চেয়েছিলেন ভূষণ। তা মানেনি বেঞ্চ। বিচারপতিরা বলেন, “এক সপ্তাহে আকাশ ভেঙে পড়বে না। রঞ্জিত সিন্হার বিরুদ্ধে অভিযোগে সত্যতা আছে মনে করলে আমরা তাঁর নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করে দেব।” ভূষণ কোন সূত্র থেকে রঞ্জিতের বাড়ির রেজিস্টার পেয়েছেন, তাও শুনানির সময়ে জানতে চাইবে বেঞ্চ।

টুজি মামলা সংক্রান্ত অন্য একটি শুনানিতে রাজেশ্বর সিংহকে ইডি-র স্থায়ী ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইডি-র তরফে টুজি মামলার তদন্তের দায়িত্ব রাজেশ্বরকে দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু এখন ইডি-তে তাঁর পদ স্থায়ী করা নিয়েই মামলা লড়তে হচ্ছে রাজেশ্বরকে। আজ বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি এস এ বোবদের বেঞ্চ সাফ বলেছে, “টুজি তদন্ত করার সময়ে রাজেশ্বর মামলা লড়ে বেড়াবেন, এটা কি উচিত? তাঁকে তিন দিনের মধ্যে ইডি-তে স্থায়ী ভাবে নিয়োগ করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE