Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Supreme Court

গো রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত নয়, বলল শীর্ষ আদালত

গো রক্ষা ও ধর্মের মধ্যে যোগ না টানার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১৩:৪১
Share: Save:

গোরক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ টানা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তা-ই নয়, কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সে দিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বললেন দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র। জাতি ও ধর্মের নামে কোনও রকম হিংসাও ছড়ানো যাবে না বলে সতর্ক করেছেন তিনি।

গোরক্ষা নিয়ে সংঘটিত হিংসার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করেন তুষার গাঁধী নামের জনৈক ব্যক্তি। এ ছাড়াও কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালাও এই একই মর্মে আবেদন পেশ করেন। ৩ জুলাই, মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র এ কথা জানিয়ে বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’

আরও পড়ুন: ‘দুধ দেব না’, মোদীর চায়ে পে চর্চাকে তেজপ্রতাপের খোঁচা

মুম্বইয়ে রেল লাইনে ভেঙে পড়ল ব্রিজ, আহত ৬, আটকে বহু​

গোরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসা রুখতে ২০১৭-তে দেশের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এমনকী, গো রক্ষা বাহিনীর কার্যকলাপ খতিয়ে দেখতে ওই রাজ্যগুলিকে আধিকারিক নিয়োগের কথাও জানায় আদালত।

রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায় সাংবিধানিক ভাবেই রাজ্যের উপর বর্তায়। এ প্রসঙ্গেও আজ দীপক মিশ্র জানান, ‘কেবলমাত্র অভিযোগ দায়ের করেই রাজ্য নিজের হাত ধুয়ে ফেলতে পারে না। বরং এই ধরনের ঘটনা বন্ধ করতে রাজ্যকেই হতে হবে তৎপর।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE