E-Paper

দিল্লিতে ‘হেল্পলাইন’ নম্বর সিপিএমের

দিল্লি ও লাগোয়া এলাকায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা কোনও সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করল সিপিএমের দিল্লি রাজ্য কমিটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ০৯:২৫
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

বিজেপি-শাসিত দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থার মুখে পড়ার অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম রাজনীতি। এই পরিস্থিতিতে ‘বাংলাদেশি’ সন্দেহে দিল্লি ও লাগোয়া এলাকায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা কোনও সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করল সিপিএমের দিল্লি রাজ্য কমিটি। দলের তরফে জানানো হয়েছে, ০১১-৪৪৭২৩০৫০, ৯৫৪০০৩৯২৬৭, ৯৮৭১৬৭১৬৬৯ এবং ৮১৩০৭৫৯৫২৯ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবেন বিপন্ন মানুষ। এর আগে এই বিষয়ে কংগ্রেস, সিপিএমের শ্রমিক সংগঠন সিটু, সিপিআই (এম-এল) লিবারেশন-সহ বিভিন্ন দল ও সংগঠনও হেল্পলাইন নম্বর চালু করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

migrant labour

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy