আলিমুদ্দিন সুপারিশ করলেও কংগ্রেসের সমর্থন নিয়ে সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠানো নিয়ে আজ কোনও ফয়সালা হল না সিপিএমের পলিটব্যুরোয়। আগামিকাল পলিটব্যুরোর শেষ দিনেও যদি সিদ্ধান্ত না হয়, তাহলে বিষয়টি পরের মাসে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোরও ভাবনা আছে।
সিপিএম সূত্রের মতে, আজ পলিটব্যুরোর কাছে যে রিপোর্ট পেশ হয়েছে, তাতে বাংলার প্রস্তাবের মধ্যে সীতারামকে রাজ্যসভায় পাঠানোর বিষয়টিও রয়েছে। কিন্তু এই প্রস্তাবে কেরলের সিপিএম নেতাদের আপত্তি রয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও আজ কোনও ফয়সালা হয়নি। কাল এই নিয়ে কোনও সিদ্ধান্ত হতে পারে। তবে বিষয়টি যে হেতু নিছক একটি রাজ্যসভা আসনের নয়, এটি কংগ্রেসের সমর্থন নিয়ে দলের সাধারণ সম্পাদককে জিতিয়ে আনার প্রসঙ্গ, তাই এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেন পলিটব্যুরোর অনেক সদস্য। সে ক্ষেত্রে আগামিকাল ফয়সালা না হলে পরের মাসে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিষয়টি পাঠানো হতে পারে। কারণ, রাজ্যসভার নির্বাচন হতে এখনও দু’মাস সময় আছে।
বাংলার সিপিএম নেতারা সীতারামকে কংগ্রেসের সমর্থন নিয়েই রাজ্যসভায় পাঠাতে চান। কিন্তু প্রকাশ কারাট শিবিরের তাতে আপত্তি রয়েছে। সীতারাম শিবিরের বক্তব্য, খোদ রাহুল গাঁধী ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠাতে আগ্রহী। কংগ্রেসের ছোঁয়া লাগবে বলে সিপিএম যদি এ বারে প্রার্থী না দেয়, পরের দফায় সিপিএম নেতাদের মেয়াদ ফুরোলে রাজ্যসভায় পাঠানোর সুযোগ থাকবে না।