প্রতীকী ছবি।
কর্তব্যরত অবস্থায় তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল তাঁদেরই এক সহকর্মীর গুলিতে। বুধবার রাতে জম্মু-কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ ক্যাম্পের ঘটনা। যিনি গুলি চালিয়েছেন তিনিও সিআরপিএফ জওয়ান। তাঁর অবস্থাও সঙ্কটজনক।
তিন নিহত জওয়ান রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা পোকারমাল আর, দিল্লির বাসিন্দা যোগেন্দ্র শর্মা, হরিয়ানার রেওয়ারির বাসিন্দা উমেদ সিংহ সিআরপিএফের হেড কনস্টেবল বলে জানা গিয়েছে। যিনি গুলি চালিয়েছেন তিনি কনস্টেবল অজিত কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন হেড কনস্টেবলের।
কনস্টেবল অজিত কুমার কেন এমন কাজ করলেন তা নিশ্চিত করে জানাতে পারেনি সিআরপিএফ। তবে বাহিনী সূত্রের খবর, ওইদিন রাতে ১০টা নাগাদ তাঁদের মধ্যে কোনও একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরই আচমকা অজিত গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জনের। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অমিত। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: নীরবের গ্রেফতারিকে ‘গট আপ’ বলছেন মমতা, কটাক্ষ প্রিয়ঙ্কারও
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
মাস দু’য়েক আগে ৭ জানুয়ারি ঠিক এমনই ঘটনা ঘটেছিল শ্রীনগরের পাঁঠচকের সিআরপিএফ ক্যাম্পে। সে বারও দুই সহকর্মী জওয়ানকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করেছিলেন এক জওয়ান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy