Advertisement
E-Paper

জঙ্গি হামলার ছয় দিন আগে পর্যন্ত পহেলগাঁওয়ে ছিলেন পাকিস্তানি গুপ্তচর-যোগে ধৃত আধাসেনা জওয়ান! দাবি রিপোর্টে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তাঁকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৯:১১
গত ২২ এপ্রিল জঙ্গিহানার পরে পহলেগাঁওয়ের বৈসনর উপত্যকার দৃশ্য।

গত ২২ এপ্রিল জঙ্গিহানার পরে পহলেগাঁওয়ের বৈসনর উপত্যকার দৃশ্য। —ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের কিছু দিন আগে পর্যন্তও সেখানে কর্তব্যরত ছিলেন পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান! সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানা হয়। বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, পহেলগাঁও কাণ্ডের ছ’দিন আগে অন্যত্র বদলি হয়ে যান তিনি।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত মতিরাম জাট সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। পহেলগাঁওয়ে বাহিনীর ১১৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তিনি। তবে জঙ্গিহানার কিছু দিন আগে বদলি হয়ে যান। অভিযুক্ত ওই জওয়ানকে ইতিমধ্যে বাহিনী থেকে বহিষ্কার করেছে আধাসেনা। সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ এপ্রিল পহেলগাঁও থেকে অন্যত্র বদলি করা হয় তাঁকে। ঘটনাচক্রে, মতিরামের বদলির কয়েক দিন পরেই ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হত্যালীলায় মৃত্যু হয় ২৬ জনের, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন পর্যটক।

অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালত মতিরামের ১৫ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাচক্রে, পহেলগাঁও কাণ্ডের তদন্ত চালাচ্ছে এনআইএ।

আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্রবাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”

পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বেশির ভাগই পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। পাক গুপ্তচর-যোগের অভিযোগে ধৃত নেটমাধ্যমপ্রভাবী জ্যোতি মলহোত্রার ভূমিকাও তদন্তকারীদের নজরে রয়েছে। এরই মধ্যে সিআরপিএফ জওয়ানের গ্রেফতারিতে পাক গুপ্তচর-যোগের তদন্তে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

NIA Espionage CRPF Jawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy