Advertisement
E-Paper

আরশোলা দেখে নালিশ, অতিথিকে চড় সিসিডি-র মহিলাকর্মীর

ফুড কাউন্টারে আরশোলা ঘুরে বেড়াতে দেখে তার ভিডিও তুলেছিলেন। সেই ‘অপরাধ’-এ এক অতিথিকে ক্যাফে কফি ডে-র এক মহিলাকর্মীর হাতে চড় খেতে হল বলে অভিযোগ উঠেছে। এমনই অভিজ্ঞতা হয়েছে জয়পুরের নিখিল আনন্দ সিংহের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফুড কাউন্টারে আরশোলা ঘুরে বেড়াতে দেখে তার ভিডিও তুলেছিলেন। সেই ‘অপরাধ’-এ এক অতিথিকে ক্যাফে কফি ডে-র এক মহিলাকর্মীর হাতে চড় খেতে হল বলে অভিযোগ উঠেছে। এমনই অভিজ্ঞতা হয়েছে জয়পুরের নিখিল আনন্দ সিংহের। গোটা ঘটনাটি লিখে টুইটারে তার ভিডিও পোস্ট করেছেন নিখিল। দেশের বিখ্যাত একটি কফি শপের অস্বাস্থ্যকর পরিবেশের ছবি তুলে ধরার পাশাপাশি তাঁর প্রশ্ন, তিনি মহিলা হলে কি এটা নিয়ে এত ক্ষণে হইচই পড়ে যেত না? তবে এই ঘটনার পর এক বিবৃতিতে সিসিডি কর্তৃপক্ষ জানিয়েছেন, নিখিলের এই অভিযোগ তাঁরা খতিয়ে দেখছেন। এবং এ নিয়ে নিখিল-সহ ওই কফি শপের কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

আরও পড়ুন

গ্রাহকদের জন্য ১২০ জিবি ফ্রি ৪-জি ডেটা আনল রিলায়্যান্স জিও!

নিখিল জানিয়েছেন, গত ১২ মার্চ জয়পুরের হাওয়ামহল এলাকায় সিসিডি-র একটি বিপণিতে বন্ধুদের সঙ্গে যান তিনি। ওই কফি শপের নিয়মমতো খাবারের অর্ডার দিয়ে তা নিজেদের নিয়ে আসতে হয়। নিজের খাবার আনতে গিয়ে নিখিল দেখেন, ফুড কাউন্টারের ভিতরে একাধিক আরশোলা আর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গেই তা সেখানকার কর্মীদের জানিয়ে খাবারের অর্ডার বাতিল করে দেন তিনি। খাবারের টাকাও ফেরত চান নিখিল। কফি শপের কর্মীরা আশ্বাস দেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিখিলকে টাকা ফেরত দিয়ে ফুড কাউন্টার ঢেকে দেন কর্মীরা। তবে তার পরেও অন্য অতিথিদের ওই একই কাউন্টার থেকে খাবার দিতে থাকেন কর্মীরা। এর পরই নিখিল সেখানকার অন্য ক্রেতাদের উদ্দেশে গোটা ঘটনাটি চিৎকার করে জানাতে থাকেন। নিখিলের দাবি, কফি শপের কর্মীরা তাঁকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। সিসিডি-র এক মহিলাকর্মী সে সময় তাঁর মোবাইল ক্যামেরায় ভিডিও তুলতে শুরু করেন। সঙ্গে সঙ্গে নিখিলও পাল্টা ভিডিও তুলতে শুরু করেন। তা দেখামাত্র হঠাৎই ওই মহিলাকর্মী নিখিলকে সজোরে চড় কষিয়ে দেন। নিখিল তাঁকে হেনস্থা করছিলেন বলেও দাবি করেন ওই মহিলা।

গোটা ঘটনাটি সিসিডি কর্তৃপক্ষ-সহ ক্রেতাসুরক্ষা দফতরে জানিয়েছেন নিখিল। কিন্তু, নিজেদের খাবারের প্রচার সংক্রান্ত একটি টুইট ছাড়া প্রাথমিক ভাবে আর কোনও উত্তর পাননি নিখিল। পরে অবশ্য ওই কফি শপ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে জানানো হয়েছে, এ ঘটনাটি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিসিডি-র কর্পোরেট বিষয়ক দল এ নিয়ে নিখিলের সঙ্গেও যোগাযোগ করেছে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, অভিযোগের সত্যতা জানতে ওই কফি শপের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে।

দেখুন সেই ভিডিও

CCD Woman Emplyee Cockroach Food Counter Customer Slap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy