প্রতিবেশীর গরু এসে প্রায় দিনই ফসল নষ্ট করে দিচ্ছিল। প্রথম প্রথম বিষয়টি নিয়ে খুব একটা সরব হননি দলিক কৃষক দম্পতি। কিন্তু শুক্রবার বিষয়টি চরমে ওঠে। গরু এসে আবার ফসল নষ্ট করে। এ বার আর ধৈর্য রাখতে পারেননি। প্রতিবেশীকে ডেকে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তার ফল হল উল্টো। প্রতিবেশীর হাতেই আক্রান্ত হতে হল কৃষক দম্পতিকে।
ঘটনাটি উত্তরপ্রদেশের ভাদোহীর আনাইচ গ্রামের। অভিযোগ, কৃষক দম্পতি প্রতিবাদ করায় তাঁদের রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি, ওই কৃষকের ভাই এবং মাকেও রেয়াত করা হয়নি। পুলিশ জানিয়েছে, আক্রান্ত কৃষকের নাম দীপক কুমার পাসি। জমিতে অড়হর ডালের চাষ করেছেন। দীপকের অভিযোগ, এর আগেও প্রতিবেশীর গরু এসে ফসল নষ্ট করে দিয়েছিল। কিন্তু সেই সময় তিনি কোনও প্রতিবাদ করেননি। বার বার এসে ফসল নষ্ট করায় প্রতিবেশীকে ডেকে বিষয়টি বলেছিলেন। গরুটিকে বেঁধে রাখার পরামর্শও দেন।
পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক বলেন, ‘‘যখন রাজারাম যাদবের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন দীপক, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। দীপককে জাত তুলে গালিগালাজ করেন বলে অভিযোগয় তার পর এলাকারই কয়েক জনকে নিয়ে দীপক এবং স্ত্রীকে মারধর করেন। তাঁর মা এবং ভাই বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।’’ অভিযোগ, কৃষকের স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। পোশাক ছিঁড়ে দেওয়া হয়। কৃষক দম্পতি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁদের অভিযোগের ভিত্তিতে রাজারাম-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।