ঋণ নেওয়া টাকা পরিশোধ করতে পারেননি। এই অভিযোগে দলিত যুবককে শিকল দিয়ে গোয়ালে বেঁধে রাখা হল। ৩১ ঘণ্টা। শুধু তা-ই নয়, বন্দি অবস্থায় তাঁকে লাগাতার মারধরও করা হয় বলে অভিযোগ। রাজস্থানের বুন্দি জেলায় এই ঘটনায় ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বুন্দির পুলিশ সুপারিনটেনডেন্ট শঙ্কর লালা বলেন, রাধেশ্যাম মেঘওয়াল নামে দলিত যুবক অভিযোগ করেন পরমজিৎ সিংহ নামে এক জন খামার মালিক ও তাঁর ভাই মিলে তাঁকে অপরহণ করে গোয়ালে বন্দি করে রাখেন। তাঁদের সঙ্গে আরও চার জন এই ঘটনায় জড়িত ছিলেন বলেও রাধেশ্যাম জানিয়েছেন।
তাঁর কথায়, ‘‘তিন বছর আগে ৭০ হাজার টাকা বার্ষিক চুক্তির ভিত্তিতে আমাকে কাজে নিয়োগ করেন পরমজিৎ। সেই সময় আমি বোনের বিয়ের জন্য ৩০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে তাঁদের খামারে ২৪ ঘণ্টা নাগাড়ে কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হই।’’