Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Dalit

দলিত হয়ে ঘোড়ায় চড়া, ‘অপরাধে’ খুন যুবক

ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার গুজরাতের ভাবনগরের তাম্বি গ্রামের উমরালা তালুকে। পুলিশের অনুমান, সে দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভাবনগর শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১৭:৩১
Share: Save:

মাস আটেক আগে একটি ঘোড়া কিনেছিলেন বছর একুশের যুবক প্রদীপ রাউত। সেই ঘোড়ায় চেপেই গ্রামের মধ্যে ঘুরতেন তিনি। কিন্তু, বিষয়টি কোনও দিনই ভাল চোখে নেননি সমাজের উচ্চবর্ণের প্রতিনিধিরা। নিষেধ করেছিলেন। এমনকী, ঘোড়া বিক্রি করে দেওয়ার জন্য প্রদীপকে হুমকিও দিয়েছিলেন তাঁরা।

কিন্তু, সে কথায় কোনও কান দেননি প্রদীপ। উল্টে গ্রামের ‘মাতব্বর’দের চোখের সামনে দিয়ে ঘোড়ায় চড়ে ঘুরতেন। এক দলিত যুবকের এতটা ‘স্পর্ধা’ মেনে নিতে পারেন তাঁরা। প্রদীপের পরিবারের অভিযোগ, সেই ‘অপরাধ’-এ তাকে খুন করে গ্রামের উচ্চবর্ণের প্রতিনিধিরা।

ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার গুজরাতের ভাবনগরের তাম্বি গ্রামের উমরালা তালুকে। পুলিশের অনুমান, সে দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রদীপের বাবা, পেশায় কৃষিজীবী, কালু রাউত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন প্রদীপ। তার পর নিজেদের ফার্মে কাজে যোগ দেয়। কালুর অভিযোগ, ‘‘মাস আটেক আগে ঘো়ড়া কেনার কথা বলেছিল প্রদীপ। কিন্তু, তখন নিষেধ করি। ওকে মোটরবাইক কিনতে বলেছিলাম। যদিও সে কথা শোনেনি প্রদীপ।’’

আরও পড়ুন: নিউমোনিয়া সারাতে শিশুকে অ্যাসিড খাওয়ালেন হাতুড়ে!

কালুর কথায়, ‘‘ঘোড়া কেনার সামর্থ আমাদের নেই। অনেক কষ্টে সেটি কেনা হয়েছিল। ঘোড়া কেনার পর থেকেই প্রদীপকে হুমকি দেওয়া হত। গত বৃহস্পতিবার খেত থেকে বাড়ি ফিরছিলাম আমি ও আমার দুই ছেলে।’’ তিনি আরও জানান, বড় ছেলের সঙ্গে বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। আর ছোট ছেলে প্রদীপ ফিরছিল ঘোড়ায়। কিন্তু, বাড়ি ফিরে তাঁরা দেখেন তখন ছোট ছেলে বাড়ি ফেরেনি। কালু বলেন, ‘‘ভেবেছিলাম ও বোধ হয় কোনও বন্ধু বাড়িতে গিয়েছে। কিন্তু, রাতে খাওয়ার সময় প্রদীপ বাড়ি ফেরেনি জানতে পেরেই আমরা খুঁজতে বের হই।’’

আরও পড়ুন: বিমানসেবিকাদের নগ্ন তল্লাশি! বিতর্কে স্পাইস জেট

কালু জানান, ওই দিন রাতেই বড় ছেলে রাকেশকে নিয়ে বাইকে করে ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন তাঁরা। কিছু দূর যাওয়ার পরই সামনে থেকে তিন জনকে বাইকে করে আসতে দেখেন। কালু বলেন, ‘‘তাঁদের মধ্যেই এক জনকে জিজ্ঞাসা করেছিলাম। সেই যুবক জানায় সামনে একটি ছেলেকে রাস্তায় পড়ে থাকতে দেখেছে সে।’’ তার পরই রক্তাক্ত অবস্থায় প্রদীপকে উদ্ধার করেন কালু। উমরালা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রদীপকে মৃত বলে ঘোষণা করা হয়।

ভাবনগরের পুলিশ সুপার প্রবীন মাল জানিয়েছেন, খুনের তদন্ত শুরু হয়েছে। তিন জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই তাম্বি গ্রামের বাসিন্দা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujarat Dalit Horse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE