পুলিশকে নাচতে বলে বিতর্কে জড়ালেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব। শুক্রবার হোলির অনুষ্ঠানে এক পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেন, “আমি একটা গান গাইব। আপনাকে নাচতে হবে।” এখানেই থামেননি লালু-পুত্র। হুঁশিয়ারির সুরে ওই পুলিশকর্মীকে তিনি জানান, না-নাচলে সাসপেন্ড করা হবে।
তেজপ্রতাপের নির্দেশে উপস্থিত আরজেডি সমর্থকদের মধ্যেই নাচতে শুরু করেন ওই পুলিশকর্মী। খাকি পোশাক পরে পুলিশকর্মীর নাচ এবং তেজপ্রতাপের ওই ফরমান— দুই-ই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এগুলোর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তেজপ্রতাপ এবং আরজেডির সমালোচনায় সরব হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ এবং বিজেপি।
জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীবরঞ্জন প্রসাদ এই ঘটনার নিন্দা করে বলেন, “জঙ্গলরাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু লালু যাদবের যুবরাজ গানের তালে না-নাচলে পুলিশকর্মীকে সাসপেন্ড করার হুমকি দিচ্ছেন। কিন্তু বিহার এখন বদলে গিয়েছে। লালু যাদবের পরিবারের বোঝা উচিত যে, পরিবর্তিত বিহারে এই ধরনের কাজের কোনও স্থান নেই।” বিজেপি এই ঘটনায় তেজপ্রতাপের পাশাপাশি আরজেডিকেও আক্রমণ করেছে। আর বিহারে লালুর দলের জোটসঙ্গী কংগ্রেস বলেছে, ‘দুর্ভাগ্যজনক ঘটনা’।
আরও পড়ুন:
শুক্রবারের আরও একটি ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তেজপ্রতাপ। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি প্রতিবাদ করা সত্ত্বেও তাঁকে রং মাখিয়ে পোশাক খুলে নিচ্ছেন আরজেডি সমর্থকদের। সেই সময় সেখানেই বসে থাকতে দেখা যায় তেজপ্রতাপকে। (যদিও এই ভিডিয়োরও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)