ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ায় সাম্প্রতিক বিস্ফোরণের মূল চক্রীর ছবি প্রকাশ করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মাওবাদী নেতা জগদীশ ওই হামলার মূল পান্ডা।
২৬ এপ্রিল আরানপুর রোডে আইইডি বিস্ফোরণে ১০ জন ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডের ১০ জন জওয়ান ও তাঁদের ভাড়া করা গাড়ির চালক নিহত হন। পুলিশের দাবি, জগদীশের স্ত্রী হেমলা দরভা এলাকায় মাওবাদী দলকে নেতৃত্ব দিচ্ছে। সে-ও সুকমা জেলার বাসিন্দা। জগদীশের শ্বশুর বিনোদ হেমলাও কাঙ্গের ঘাটি এলাকায় মাওবাদী দলের কমান্ডার।
গোয়েন্দাদের মতে, মাওবাদীদের দরভা এলাকা কমিটিই এই ঘটনার জন্য দায়ী। ২০১৩ সালে দরভা ঘাটিতে রাজ্যের প্রায় সব শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা ও ২০১৯ সালে বিজেপি বিধায়ক ভীমা মান্ডবীর হত্যাকাণ্ডের জন্যও এই কমিটির সদস্যরাই দায়ী বলে দাবি তাঁদের। ঘটনার সঙ্গে জড়িত মাওবাদীদের সম্পর্কে তথ্য জানালে নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)