শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণে ন’জন নিহত হওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরক উদ্ধার হল জম্মু ও কাশ্মীরে! শনিবার দুপুরে জম্মুর রাজৌরিতে একটি ইম্প্রোভাইস়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে উল্টে আরও বিপত্তি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি বাড়ি। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার দুপুরে রাজৌরির থানামান্ডির বঙ্গাই গ্রামে তল্লাশি অভিযানের সময় আইইডি-টি উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় বম্ব স্কোয়াড। এর পর একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরকটি। তবে তাতে এলাকার একটি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। যদিও কেউ আহত হননি। ওই বাড়ির সদস্যেরাও নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার রাতেই নওগাম থানায় বিস্ফোরণে ন’জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে যে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল পুলিশ, তা পরীক্ষার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণটি ঘটে। তার এক দিন পরেই ফের বিস্ফোরকের খোঁজ মিলল জম্মু-কাশ্মীরে।