Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Rajnath Singh

‘ঢুকে মারব’, পাকিস্তানে আশ্রিত জঙ্গিদের নিকেশ করা প্রসঙ্গে মোদীর সুর প্রতিরক্ষা মন্ত্রীর কন্ঠেও

উল্লেখ্য, বিহারের জামুই এবং রাজস্থানের চুরুর জনসভা থেকে সম্প্রতি একই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। জঙ্গি হামলা হলে প্রয়োজনে প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দিয়েছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ০৮:৪১
Share: Save:

ভারতে হামলা চালিয়ে কোনও জঙ্গি যদি যদি পড়শি মুলুক পাকিস্তানে আশ্রয় নেয়, তা হলেও রেহাই পাবে না। প্রয়োজনে সীমান্তের ও পারে গিয়ে ওই জঙ্গিকে নিকেশ করবে ভারত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এ বার একই সুর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের গলাতেও। শুক্রবার ‘সিএনএন নিউজ় ১৮’-কে রাজনাথ বলেন, ‘‘যদি জঙ্গিরা হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায়, তা হলে আমরা ওদের শেষ করার জন্য পাকিস্তানে ঢুকব।’’

তিনি আরও বলেন, ‘‘ভারত সবসময় প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।...কিন্তু কেউ যদি ভারতকে বার বার চোখ রাঙায়, ভারতে এসে জঙ্গিমূলক কাজ করার চেষ্টা করে, তা হলে আমরা তাদের রেহাই দেব না।’’

উল্লেখ্য, বিহারের জামুই এবং রাজস্থানের চুরুর জনসভা থেকে সম্প্রতি একই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। জঙ্গি হামলা হলে প্রয়োজনে প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার একই মন্তব্য করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রীও।

বৃহস্পতিবার ব্রিটেনের সংবাদমাধ্যমের 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সাল থেকে পাকিস্তানে ঢুকে মোট ২০ জন জঙ্গিকে খতম করেছে ভারত। তার পরে পরেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে সরাসরি ব্রিটিশ সংবাদমাধ্যমের ওই দাবি খারিজ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেন, ‘‘এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বিদ্বেষমূলক।’’

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে দাবি, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা ‘মোসাদ’-এর অনুকরণে বিদেশের মাটিতে আশ্রয় নেওয়া ভারতবিরোধী জঙ্গি নেতাদের হত্যা করার ছক কষা হয়েছিল। এ পর্যন্ত ২০ জনেরও বেশি জঙ্গি নয়াদিল্লির ‘নিশানা’ হয়েছেন বলেও ওই প্রতিবেদনে দাবি। যদিও বিদেশ মন্ত্রকের তরফে সেই অভিযোগ খারিজ করে বলা হয়েছে, ‘‘অন্য দেশের মাটিতে খুনের অভিযান চালানো ভারতের নীতি নয়।’’

প্রসঙ্গত, পাকিস্তান এই বছরের শুরুতে দাবি করেছিল, তাদের মাটিতে দু’জন নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দারা জড়িত রয়েছেন। যদিও ভারতের পাল্টা দাবি ছিল, ‘মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ’ প্রচার চালাতে ওই কথা বলছে পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajnath Singh PM Narendra Modi Pakistan Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE