দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে। শুধু দিল্লিই নয়, তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও। আগামী কয়েক দিনের মধ্যেই সেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস। তার সঙ্গে চলবে কুয়াশার দাপটও।
ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। কিন্তু তাপমাত্রা সে ভাবে এখনও নামেনি উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। মধ্য ভারতে আবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে মৌসম ভবন জানাচ্ছে, আর কয়েক দিনের অপেক্ষা। তার পরই শীতের কামড় বাড়বে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও। দেশের এই অঞ্চলগুলির কোথাও কোথাও তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল এবং দক্ষিণ ভারতের কিছু অংশে আবার এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলবে কুয়াশার দাপটও। ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। বিশেষ করে ৭ ডিসেম্বরের রাত থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে ওই রাজ্যগুলিতে। ফলে দৃশ্যমানতাও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায়।