করোনা অতিমারিতে যে ১০টি রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই অক্সিজেনের অভাব নিয়ে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
সরাসরি সম্প্রচারিত হওয়া মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে কেজরীবাল বলেছেন, ‘‘দিল্লিতে অক্সিজেনের অভাব প্রকট। লোকে শুধু মাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। আপনি দ্রুত পদক্ষেপ করুন। না হলে দিল্লির পরিস্থিতি বেদনাদায়ক হয়ে উঠবে।’’ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে আকাশপথে অক্সিজেন আনার ব্যবস্থা করতেও বলেছেন কেজরী।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংকট কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীকে পথ দেখানোর অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিল্লির জন্য আসা অক্সিজেন অন্য রাজ্য আটকে দিলে কার কাছে তিনি অভিযোগ জানাবেন, তা-ও জানতে চেয়েছেন কেজরীবাল।