অর্থ তছরুপের একটি মামলায় শিল্পপতি তথা কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে নোটিস ধরাল আদালত। শুক্রবার বঢরা-সহ ওই মামলায় অভিযুক্ত প্রত্যেককে নোটিস পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আগামী ২৮ অগস্ট অর্থ তছরুপের এই মামলার শুনানি। ওই দিন অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখবে আদালত। ইডির করা মামলার গ্রহণযোগ্যতাও খতিয়ে দেখবে কোর্ট।
চলতি মাসেই জমি সংক্রান্ত এক আর্থিক দুর্নীতির মামলায় রবার্টের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে রবার্টের সংস্থা ‘স্কাইলাইট হসপিটালিটি’-র ৭.৫ কোটি টাকায় কেনা একটি জমি নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ, ওই জমির মিউটেশন প্রক্রিয়া মাত্র এক দিনেই সম্পন্ন হয়েছিল, যা শেষ হতে সাধারণত বেশ কয়েক মাস সময় লাগে। পরে জমিটি ৫৮ কোটি টাকায় রিয়্যাল এস্টেট সংস্থা ডিএলএফের কাছে বিক্রি করে দেওয়া হয়।
এই মামলায় এর আগে একাধিক বার রবার্টকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রবার্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে শুরু থেকেই বিজেপিকে নিশানা করে যাচ্ছে কংগ্রেস শিবির। জুলাইয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও। রবার্ট এবং গান্ধী পরিবারের বদনাম করার জন্যই চার্জশিটে প্রিয়ঙ্কার স্বামীর নাম যোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।