পেট্রলের উপর মূল্য যুক্ত কর (ভ্যাট) কমাল দিল্লি সরকার। ৩০ শতাংশ থেকে তা কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছে। বুধবার দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এর জেরে দিল্লিতে পেট্রলের দাম কমল ৮ টাকা। কর হ্রাসের জেরে পেট্রলে নতুন মূল্য বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের অনুসারে, বর্তমানে দিল্লিতে পেট্রলের মূল্য লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। কম হওয়ার জেরে দিল্লিতে পেট্রলের দাম নেমে যাবে ১০০ টাকার নীচে।