Advertisement
২৫ এপ্রিল ২০২৪
COVID-19

পাঁচতারা হোটেলের অনুরোধ করেনি বিচার বিভাগ, ভুল বার্তা দিচ্ছে দিল্লি সরকার: কোর্ট

দিল্লি হাইকোর্টের বিচারপতি এবং তাঁর আত্মীয়দের চিকিৎসার্থে অশোকা হোটেলকে কোভিড সেন্টারে বদলানো হচ্ছে বলে জানিয়েছিল দিল্লি প্রশাসন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২১:১৩
Share: Save:

দিল্লির পাঁচতারা হোটেলকে কোভিড সেন্টার বানানোর অনুরোধ করেনি দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার এ ব্যাপারে দিল্লি সরকার যে বিবৃতি দিয়েছিল, তা অস্বীকার করে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্রশাসন যা বলেছে, তাতে বিচার বিভাগ সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হবে মানুষের মনে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি ও তাঁর আত্মীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য দিল্লির অশোকা হোটেলকে কোভিড সেন্টারে বদলানো হচ্ছে বলে মঙ্গলবার সকালেই জানিয়েছিল দিল্লি প্রশাসন। প্রতিক্রিয়ায় মঙ্গলবার দিল্লি সরকারের উদ্দেশে হাইকোর্ট বলে, ‘‘আপনারা কি মনে করেন, যখন সাধারণ মানুষ হাসপাতালের একটা বেড পাচ্ছে না, তখন পাঁচতারা হোটেলে ১০০ বেডের অনুরোধ করব আমরা?’’

হাইকোর্ট জানিয়েছে, দিল্লির প্রশাসন এমন ভাবে বিষয়টি দেখিয়েছে, তাতে সাধারণ মানুষের মনে বিচার বিভাগ সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে। কারণ, দিল্লি সরকারের কথায় মনে হচ্ছে, হাইকোর্টই এ ব্যাপারে অনুরোধ করেছিল সরকারকে। বিষয়টি অবিলম্বে সংশোধনেরও নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, সোমবারই দিল্লি সরকারের তরফে রাজধানীর পাঁচতারা হোটেল অশোকাকে কোভিড সেন্টারে বদলানোর নির্দেশিকা দেওয়া হয়। এ জন্য অশোকা হোটেলের ১০০টি ঘরকে কোভিড চিকিৎসার জন্য আলাদা করতে বলা হয় প্রশাসনের তরফে। দিল্লি সরকার জানিয়েছিল, দিল্লি হাইকোর্টের থেকে পাওয়া নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন। দিল্লির চাণক্যপুরীর মহকুমা শাসক এই নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, অশোকা হোটেলের কোভিড সেন্টারে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবে প্রাইমাস হাসপাতাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 Covid Hospital Delhi Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE