নরেন্দ্র মোদী সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে এ বার ‘সেন্ট্রাল ফোর্টেস অব ডেথ’ আখ্যা দেওয়া হল দিল্লি হাই কোর্টে। তুলনা করা হল হিটলারের আউশভিৎজ় কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গেও।
অতিমারি নিয়ন্ত্রণে সার্বিক অব্যবস্থার মধ্যেও মোদী সরকার ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ চালিয়ে যেতে একে ‘অত্যাবশ্যকীয় প্রকল্প’ তকমা দিয়েছে। দিল্লিতে লকডাউনের জন্য বাকি সমস্ত কাজকর্ম বন্ধ থাকলেও শ্রমিকদের নিয়ে এসে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে কাজ করানো হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজপথ পর্যন্ত এই প্রকল্পের কাজকর্মের কোনও রকম ছবি-ভিডিয়ো তোলাও নিষিদ্ধ করা হয়েছে। প্রকল্পের কাজ বন্ধ রাখার আর্জি জানিয়ে মামলাকারীরা আজ তাই এই প্রকল্পকে আউশভিৎজ়ের জার্মান কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন।
মূলত শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে সেই প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। ইতিহাসবিদ সোহেল হাশমি ও অন্যান্য মামলাকারীদের বক্তব্য ছিল, এই প্রকল্পে কাজ চলার ফলে করোনা অতিমারি ছড়িয়ে পড়ার বিরাট আশঙ্কা রয়েছে। যাঁরা দিনমজুরিতে কাজ করছেন, তাঁরাই সকলের আগে সংক্রমিত হয়ে পড়বেন।