Advertisement
E-Paper

শূন্যে গুলি ছুড়ে দীপাবলি উদ্‌যাপন, ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বিপাকে দিল্লির যুবক! ধৃত তাঁর বাবাও

তদন্তকারী সূত্রে খবর, জেরার সময় পুলিশকে অভিযুক্ত যুবক জানান, সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেতেই তিনি শূন্যে গুলি ছোড়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন। পিস্তলটি লাইসেন্স তাঁর বাবার নামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৬:০৬
Delhi Man and his son arrested after fired bullet in air

(বাঁ দিকে) শূন্যে গুলি ছুড়ছেন সুমিত কুমার এবং তাঁর বাবা মুকেশ কুমার (ডান দিকে)। — ফাইল চিত্র।

শূন্যে গুলি ছুড়ে দীপাবলির উদ্‌যাপন করে বিপাকে পড়লেন দিল্লির শাস্ত্রীনগরের বাসিন্দা সুমিত এবং মুকেশ কুমার। সম্পর্কে দু’জনে বাবা-ছেলে। অভিযোগ, দীপাবলির সময় পর পর শূন্যে গুলি চালান সুমিত। শুধু তা-ই নয়, ঘটনার রিল্‌স বানিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেন। তাতেই বিপদ বাড়ে। পুলিশ গ্রেফতার করে সুমিতকে। তাঁর সঙ্গে মুকেশকে গ্রেফতার করা হয়। কারণ, যে পিস্তল থেকে শূন্যে গুলি ছোড়েন সুমিত, তা তাঁর বাবার নামে নথিভুক্ত!

জানা গিয়েছে, শাস্ত্রীনগরের বাসিন্দা মুকেশের ক্যাটারিং এবং মিষ্টির ব্যবসা রয়েছে। তাঁর পুত্রের কীর্তিতেই বিপদে পড়েছেন তিনি। সমাজমাধ্যমে সুমিতের ভিডিয়ো নজরে আসতেই তা নিয়ে খোঁজখবর শুরু করে পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরে তারা মুকেশের দোকানে হানা দেয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে এবং তাঁর পুত্রকে।

তদন্তকারী সূত্রে খবর, জেরার সময় পুলিশকে সুমিত জানান, সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেতেই তিনি শূন্যে গুলি ছোড়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন। দীপাবলির রাতে তিনি তাঁর বাবার ড্রয়ার থেকে পিস্তলটি বার করে ছাদে যান। সেখানেই শূন্যে দু’রাউন্ড গুলি ছোড়েন। পরে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন! ওই পিস্তলটির লাইসেন্স ছিল মুকেশের নামে।

যদিও ওই লাইসেন্সের মেয়াদ ১ অক্টোবর শেষ হয়। তার পরেই তাঁদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় পিস্তলটিও। অস্ত্র আইনের ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। শুধু তা-ই নয়, এই সব ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা অপরাধ। সমাজমাধ্যমের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ।

Delhi arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy