আল কায়দার ভারতীয় শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বার জামশেদপুরের বাসিন্দা আবদুল সামি নামে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এর আগে ওই সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের গোয়েন্দারা। তাদের মধ্যে দিল্লি থেকে ধৃত মহম্মদ আসিফ আল কায়দার ভারতীয় শাখায় সদস্য নিয়োগের দায়িত্বে ছিল বলে অভিযোগ পুলিশের।
হরিয়ানার মেওয়াত থেকে ধৃত বছর বত্রিশের আবদুল সামির সঙ্গে এই চক্রেরই যোগ ছিল বলে মনে করছেন গোয়েন্দারা। তাঁদের দাবি, আবদুল সামি গত বছর ডিসেম্বর মাসে ওড়িশা থেকে গ্রেফতার হওয়া আল কায়দা সদস্য আবদুল রহমান কাটকির ঘনিষ্ঠ। ঝাড়খণ্ড পুলিশের এডিজি (অপারেশনস) এস এন প্রধানের বক্তব্য, ‘আবদুল সামি জামশেদপুরের ধাতকিডি এলাকার বাসিন্দা। সে মূলত কাটকির হয়ে কাজ করত।’
গত বছর ১৬ ডিসেম্বর কটকের একটি গ্রাম থেকে ধরা পড়ে আবদুল রহমান কাটকি। তাকে জেরা করেই আবদুল সামির হদিস মিলেছে বলে পুলিশ সূত্রের খবর। রাঁচি পুলিশের দাবি, আবদুল রহমান কাটকি ঝাড়খণ্ড ও ওড়িশায় আল কায়দার সংগঠনকে ছড়ানোর কাজ করত। সে কাজে তাকে সাহায্য করত সামি।
পুলিশ সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহে এনআইএ-র একটি দল জামশেদপুরের ধাতকিডি এলাকায় আবদুল সামি সম্পর্কে খোঁজকরতে আসে। কাল ঝাড়খণ্ড পুলিশের একটি দল হরিয়ানা যাচ্ছে। প্রধান বলেন, “সামি কেন হরিয়ানায় গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।”