Advertisement
E-Paper

দিল্লি সংঘর্ষ: চার্জশিটে নাম নেই কপিল মিশ্রদের

বিজেপি নেতা কপিল মিশ্রকে পুলিশের পাশে দাঁড়িয়ে হুমকি দিতে দেখা গেলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৩
এ ভাবেই  পুলিশের পাশে দাঁড়িয়ে হুমকি দিতে দেখা গিয়েছিল কপিল মিশ্রকে।

এ ভাবেই পুলিশের পাশে দাঁড়িয়ে হুমকি দিতে দেখা গিয়েছিল কপিল মিশ্রকে।

নয়া নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে শামিল হয়েছিলেন যাঁরা, দিল্লির গোষ্ঠী সংঘর্ষের জন্য শুধু তাঁদেরই দায়ী করে আদালতে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। প্রায় সাড়ে সতেরো হাজার পাতার চার্জশিটে সিএএ-বিরোধী ১৫ জনের নাম থাকলেও বিজেপি নেতা কপিল মিশ্র ও তাঁর সঙ্গীদের প্রসঙ্গ নেই।

গত ফেব্রুয়ারি মাসে রাজধানীতে গোষ্ঠী সংঘর্ষে নিহত হন ৫৩ জন, আহত প্রায় ২০০ জন। সিএএ-বিরোধী বিক্ষোভে শামিল বিভিন্ন ছাত্র-নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় আপ বিধায়ক তাহির হুসেনকেও। তাঁদের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষ বাধানোর অভিযোগ আনা হয়। তবে বিজেপি নেতা কপিল মিশ্রকে পুলিশের পাশে দাঁড়িয়ে হুমকি দিতে দেখা গেলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি। ফলে তদন্তের শুরু থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে মনে করছেন, আদালতে পেশ হওয়া চার্জশিটে তারই প্রতিফলন ঘটল।

যে ১৫ জনের বিরুদ্ধে সংঘর্ষ বাধানোর ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে, সেই তালিকায় তাহির ছাড়াও ছাত্র-নেতারা রয়েছেন। ইউএপিএ আইনেও অভিযোগ আনা হয়েছে। দুই ট্রাঙ্ক ভর্তি কাগজপত্র পেশ করার পরে পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি। ফলে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে।

পুলিশের পাশে দাঁড়িয়ে কপিল মিশ্রের হুমকির ভিডিয়ো হাতের কাছে থাকা সত্ত্বেও চার্জশিটে নাম নেই কপিল মিশ্রের।

আরও পড়ুন: আঁচ পেয়ে ভিডিয়ো করেছিলেন উমর​

আরও পড়ুন: দিল্লি হিংসায় চার্জশিট পুলিশের, ১৫ জন অভিযুক্তের মধ্যে নেই উমর, শরজিলের নাম​

চার্জশিটে বলা হয়েছে, ষড়যন্ত্রকারীরা তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে সংঘর্ষ বাধিয়েছে। সব চেয়ে ক্ষতিগ্রস্ত দু’টি এলাকা, সেলিমপুর ও জাফরাবাদে সংঘর্ষ বাধাতে দু’টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ব্যবহার করা হয়েছিল। পুলিশের দাবি, গণতান্ত্রিক বিক্ষোভের ছবি কোথাও দেখতে পাওয়া যায়নি।

Delhi Riots Kapil Mishra BJP Anti CAA Protest CAA Delhi Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy