তিনি রাস্তার যান চলাচল সামলান। আবার তিনিই রাস্তা পরিষ্কার রাখতে প্রয়োজনে হাতে ঝাড়ুও তুলে নেন। লক্ষ্য একটাই, রাস্তায় পড়ে থাকা পাথরে পিছলে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন। বা সেই পাথরের খোঁচায় গাড়ির টায়ারের ক্ষতি না হয়। এ সব তিনি একা হাতেই সামলান।
Respect for You.🙏 pic.twitter.com/Bb5uZktpZk
— Awanish Sharan (@AwanishSharan) June 16, 2022
সম্প্রতি দিল্লির এক ট্রাফিক পুলিশের ভিডিয়ো ভাইরাল হয়েছে। নিত্য দিন বাঁশি বাজিয়ে, হাত দেখিয়ে যান চলাচল সামলান যিনি, কর্তব্যরত সেই ট্রাফিক পুলিশকেই এ বার দেখা গেল অন্য ভূমিকায়। যান চলাচল সামলানোর পাশাপাশি পথচারীদের যাতে কোনও ক্ষতি না হয় সেই বিষয়টিও দেখছেন ট্রাফিক পুলিশ, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু সেই কাজই করে সকলের প্রশংসা কুড়োচ্ছেন রাজধানীর ওই ট্রাফিক পুলিশ।
ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।