Advertisement
০৪ মে ২০২৪

সড়ক সংস্কারের দাবি

করিমগঞ্জে জাতীয় সড়ক সংস্কারের দাবি জানালেন জেলার সাংস্কৃতিক কর্মীরা। জেলার ৬ ও ৮ নম্বর জাতীয় সড়ক ফের বর্ডার রোড অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়ারও দাবি করলেন। জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ সংক্রান্ত স্মারকপত্র পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:১৪
Share: Save:

করিমগঞ্জে জাতীয় সড়ক সংস্কারের দাবি জানালেন জেলার সাংস্কৃতিক কর্মীরা। জেলার ৬ ও ৮ নম্বর জাতীয় সড়ক ফের বর্ডার রোড অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়ারও দাবি করলেন। জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ সংক্রান্ত স্মারকপত্র পাঠানো হয়েছে।

তাতে জানানো হয়েছে— বরাক উপত্যকায় জাতীয় সড়কের উপর প্রায় ১ কোটি মানুষ নির্ভরশীল। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের বাসিন্দারাও ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। করিমগঞ্জ জেলার জাতীয় সড়ক ত্রিপুরারও ‘লাইফলাইন’। কিন্তু জেলার রাস্তার অবস্থা ভয়াবহ। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সলগই এলাকায় জাতীয় সড়ক হেঁটে পার করতে হয়। স্মারকপত্রের বিষয়ে মৃণ্ময় রায়, মান্না চক্রবর্তী জানান— বরকের জাতীয় সড়ক বর্ডার রোড অর্গানাইজেশনের অধীনে ছিল। ওই সড়কের হাল এতটা খারাপ ছিল না। কিন্তু তৎকালীন মন্ত্রী, সাংসদরা ব্যক্তিগত লাভের জন্য জাতীয় সড়কগুলি রাজ্য সরকারের অধীনে নিয়ে আসেন। এখন তার জন্য ভুগতে হচ্ছে বরাকের বাসিন্দাদের। এখন বরাকে রেল যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক নয়। সে জন্য প্রতি দিন সমস্যায় পড়তে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের। তাঁরা বলেন, শিলচরে মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। বেহাল রাস্তার জন্য রোগীদের সেখানে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। তাঁরা আশাপ্রকাশ করেন, বরাকের প্রতিনিধি হিসেবে পরিমল শুক্লবৈদ্য পূর্ত দফতর পেয়েছেন। তিনি বরাকের রাস্তার উন্নয়ন করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road repair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE