নোট বাতিলের জেরে অসুবিধায় গ্রামীণ সমবায় ব্যাঙ্কের উপর নির্ভরশীল মানুষ। তাঁদের সমস্যার সমাধান করতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, শুক্রবার তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সমবায় ব্যাঙ্কগুলিকে কেন পুরনো নোট বদল প্রক্রিয়ার আওতায় রাখা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রকে এ দিন এক হাত নেন আইনজীবী পি চিদম্বরম। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি আদালতকে জানান, সমবায় ব্যাঙ্কগুলিতে পরিকাঠামোর অভাব আছে। সেই কারণেই তাদের নোট বদলের আওতায় রাখা হয়নি।
৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই দেশের বিভিন্ন আদালতে এ নিয়ে মামলা জমা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চ এ দিন দু’পক্ষকেই সেই সব মামলার শ্রেণিবিভাগ করতে অনুরোধ করেছে। কোন মামলা হাইকোর্টে ও কোনটির শুনানি সুপ্রিম কোর্টে হবে, তার তালিকা তৈরি করতে হবে আগামী সোমবারের মধ্যে। ওই দিন এ বিষয়ে ফের শুনানি রয়েছে।
সমবায় ব্যাঙ্কগুলিকে নোট বদল প্রক্রিয়ার বাইরে রাখার প্রতিবাদে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন। সেখানে বক্তৃতা করেন সমবায় মন্ত্রী অরূপ রায়, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ। কেন্দ্রের ওই সিদ্ধান্তে সমবায় ব্যাঙ্কের উপর নির্ভরশীল মানুষের কী অসুবিধা হচ্ছে, তা ব্যাখ্যা করেন তাঁরা। শুভেন্দু বলেন, ‘‘কেন্দ্রের সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আমরা আদালতের লড়াইয়ে যাব।’’ সমবায় কর্মীদের প্রতি শুভেন্দুর আরও পরামর্শ, ‘‘বিজেপি-র লোকজন গ্রামে গেলে তাঁদের ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন, আমাদের টাকা কোথায় গেল?’’ ওই সমাবেশ থেকে রিজার্ভ ব্যাঙ্কে দাবিপত্র জমা দিতে যান আন্দোলনকারীদের প্রতিনিধিরা।