এক জন রাজ্যের শাসকজোটের শরিক দলের প্রধান। অন্য জন বিরোধী দলনেতা। সাধারণত একে অপরকে আক্রমণ করে থাকেন। মঙ্গলবার হঠাৎ সৌজন্য সাক্ষাৎ করলেন। মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে এলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফ়ডণবীশ। আর এই সাক্ষাৎ নিয়েই আপাতত সরগরম মহারাষ্ট্রের রাজনৈতিক শিবির।
বিজেপি বিরোধী শাসক জোটের শরিকের সঙ্গে বিজেপি নেতার কি প্রয়োজন থাকতে পারে, আলোচনা তা নিয়েই। গত কয়েক দিনে মরাঠাদের চাকরি এবং প়ড়াশোনার সংরক্ষণের বিষয়ে মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করছে বিজেপি। এরই মধ্যে আচমকা শরদের বাড়িতে দেবেন্দ্রর হাজির হওয়া তাই জল্পনা উসকে দিয়েছে। এই সাক্ষাৎ মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে নতুন সমীকরণের ইঙ্গিত কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।