Advertisement
E-Paper

বিহারের ভোটে প্রার্থী হচ্ছেন প্রয়াত অভিনেতা সুশান্তের বামপন্থী বোন দিব্যা! কোন আসন থেকে লড়বেন?

প্রয়াত বলিউড অভিনেতার তুতো বোন দিব্যা নিজেও থিয়েটার শিল্পী। ছাত্রাবস্থা থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ‘আইসা’র সক্রিয় সদস্য ছিলেন দিব্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১২:২১
(বাঁ দিকে) প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এবং তাঁর তুতো বোন দিব্যা গৌতম (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এবং তাঁর তুতো বোন দিব্যা গৌতম (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের তুতো বোন দিব্যা গৌতম। আসন্ন নির্বাচনে সিপিআইএমএল (লিবারেশন)-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বামপন্থী ছাত্র রাজনীতি করে উঠে আসা দিব্যাকে বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করছে সিপিআইএমএল (লিবারেশন)। বুধবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।

প্রয়াত বলিউড অভিনেতার তুতো বোন দিব্যা নিজেও থিয়েটার শিল্পী। পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতক হন। পরে পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পান। ছাত্রাবস্থা থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ‘অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সক্রিয় সদস্য ছিলেন দিব্যা। ২০১২ সালে পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদের জন্যও আইসার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে দ্বিতীয় স্থানেই থামতে হয়েছিল দিব্যাকে। পটনা ইউমেন্‌স’ কলেজে একসময়ে শিক্ষকতাও করেছেন। বিহারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরের অধীনেও ‘সাপ্লাই ইনস্পেক্টর’ হিসাবে কিছু দিন কাজ করেছেন। বর্তমানে পিএইচডি করছেন তিনি।

বিহারের নির্বাচনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক দল সিপিআইএমএল (লিবারেশন)। এ বারের নির্বাচনে বিরোধী জোট এখনও পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত করেনি। তবে ছোট দলগুলি নিজের মতো করে প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে। সোমবার রাতে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিহার রাজ্য কমিটির সমাজমাধ্যম পাতা থেকে দিব্যার সঙ্গে দলীয় নেতাদের একটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের সঙ্গে লেখা হয়, দিঘা থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিব্যা।

বিহারের রাজনীতিতে সিপিআইএমএল (লিবারেশন)-এর অন্যতম শক্ত ঘাঁটি দিঘা। তবে এই আসনটি বর্তমানে বিজেপির দখলে রয়েছে। ২০২০ সালের ভোটে দিঘা থেকে বিজেপির টিকিটে জয়ী হন সঞ্জীব চৌরাসিয়া। দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএমএল (লিবারেশন)।

এ বার বিহারে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০ অক্টোবর সেই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। তা যাচাইয়ের জন্য ১৮ তারিখ অবধি সময় পাওয়া যাবে। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

bihar election CPIML Liberation Bihar Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy