Advertisement
E-Paper

প্রয়াত করুণানিধি, শোকপ্রকাশ মোদীর, চেন্নাইয়ের পথে মমতা

সোমবার রাতে জানানো হয়, তাঁর অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১৮:৫৩
এম করুণানিধি

এম করুণানিধি

আশঙ্কা বাড়ছিল সোমবার রাত থেকেই। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডিএমকে সুপ্রিমো মুথুভেল করুণানিধি ওরফে কলাইগনার। এ দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃ্ত্যু হয়। বয়স হয়েছিল ৯৪ বছর। চার ছেলে ও দুই মেয়েকে রেখে গেলেন তিনি।

বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তামিলনাড়ু-সহ দেশের সব দলের পক্ষ থেকেই শোকবার্তা দেওয়া হয়েছে প্রবীণ নেতার মৃত্যুতে। করুণানিধির অবস্থা চরম সঙ্কটজনক, এই খবর পেয়েই চেন্নাই রওনা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথেই পান মৃত্যুসংবাদ।

তামিলনাড়ু জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। যে হাসপাতালে ভর্তি ছিলেন করুণানিধি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই বেসরকারি হাসপাতাল চত্বর। সেখানে ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন বহু ডিএমকে নেতা-কর্মী-সমর্থক।

আরও পডু়ন: চলন্ত অটোয় মায়ের কোল থেকে রাস্তায়, টবিন রোডে শিশুর মর্মান্তিক মৃত্যু

গত ১৮ জুলাই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন করুণানিধি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসনালীতে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২৬ জুলাই হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। স্থিতিশীল রয়েছেন ডিএমকে নেতা। কিন্তু সোমবার রাতে জানানো হয়, তাঁর অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পডু়ন: ইন্দিরা গাঁধীর চোখ-কান ছিলেন তিনিই, কোন গোপন তথ্য জানতেন আর কে ধওয়ন?

সূত্রের খবর, মেরিনা বিচে করুণানিধির শেষকৃত্য হবে। এই মেরিনা বিচেই অধিকাংশ তামিল রাজনীতিবিদের সমাধিস্থল রয়েছে। তামিল রাজনীতির আর এক আইকন জয়ললিতাকেও এখানেই সমাধিস্থ করা হয়। তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সেখানে হবে বলেই জানা গিয়েছে।

Karunanidhi Tamilnadu DMK Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy