নির্বাচন কমিশনে জমা করা ডিএমকে-র হলফনামা বলছে, তারা সিপিএম ও সিপিআইকে লোকসভা ভোটের সময় বিপুল চাঁদা দিয়েছিল। কিন্তু সিপিএমের হলফনামায় তার উল্লেখ নেই। সিপিআই হলফনামা জমা করেনি। এই তথ্য প্রকাশ্যে আসায় দুই বাম দলই প্রশ্নের মুখে পড়েছে।
জুলাই ও সেপ্টেম্বরে সিপিএম দু’টি হলফনামা জমা করেছে। ডিএমকে-র হলফনামায় সিপিএমকে ১০ কোটি টাকা চাঁদা দেওয়ার কথা থাকলেও সিপিএমের হলফনামা কিন্তু বলেছে, এ বছর নির্বাচনে তারা ৭.২ কোটি টাকা খরচ করেছে। তা হলে ডিএমকে-র চাঁদার টাকা কোথায় গেল? বিজেপির অভিযোগ— এই তথ্য যদি সত্যি হয়, যদি আয়ের টাকা কী ভাবে কোথায় খরচ হয়েছে, তার ব্যাখ্যা না থাকে, তা হলে নিয়ম ভাঙা হয়েছে।
সিপিএমের পলিটবুরো সদস্য নীলোৎপল বসুর অবশ্য বক্তব্য, ‘‘এখনও সব খরচের হিসেব-নিকেশ জমা পড়েনি। সব হিসেবই নির্বাচন কমিশনকে জমা করা হবে। আমাদের দলের নীতি হল, কমিশনকে যে তথ্য দেওয়া হবে, তা দলের ওয়েবসাইটেও প্রকাশ করে দেওয়া হবে।’’ সিপিআই নেতৃত্বের জবাব, তাঁরা সময় মতো কমিশনের কাছে হিসেব পেশ করবেন।